The minor’s body was brought to the Katapukur mortuary, a scuffle broke out between the police and BJP workers.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জয়নগর কাণ্ডের আঁচ এবার কাঁটাপুকুর মর্গের সামনে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এ দিন,যখন নাবালিকার দেহ কাটাপুকুর মর্গে আনা হয়, সেই সময় থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন বাম-বিজেপি সমর্থকরা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও পরিস্থিতি এমন জায়গায় চলে যায়, যার জন্য সেখানে রক্ত ঝরারও খবরও উঠে এসেছে ।
মর্গের ভেতরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। ভেতরেই রয়েছে মৃত ছাত্রীর দেহ। কেউ যাতে ভেতরে ঢুকতে না পারে তাই মর্গের গেটে তালা দিয়ে দেওয়াও হয়েছে বলে শোনা যায়। কোনও রাজনৈতিক দলের কাউকে প্রবেশ করতে না দেওয়ার কথা বলে পুলিশ। আর তার পরপরই হাতাহাতি শুরু হয়। জানা গেছে আইনজীবীরাও ভেতরে ঢুকতে পারছেন না এই পরিস্থিতিতে।
টিউশন থেকে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুনের অভিযোগে তেতে ওঠে এলাকা। ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জয়নগর থানা এলাকার মহিষমারি পুলিশ ফাঁড়ি এলাকা। আর এবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল কাঁটাপুকুর মর্গে।