Army – terrorist fight in Kashmir, 4 terrorists killed in army firing, 2 jawans martyred
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জেলায় জঙ্গিদের উপস্থিতি নিয়ে আগেই খবর ছিল সেনার কাছে। সেই মতোই তাঁরা শনিবার একদম সকাল থেকে শুরু করে তল্লাশি অভিযান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সেই তল্লাশি চলাকালীন শুরু হয় সেনা সঙ্গে বাহিনীর সংঘর্ষ। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চার জঙ্গির, এবং গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন দুই জওয়ান। আরও চারজন অন্যত্র কোথাও লুকিয়ে রয়েছে বলে অনুমান করছে বাহিনী।
সেনা সূত্রে খবর, কুলগাম জেলার মদেরগাম গ্রামে যৌথ তল্লাশি অভিযান করে সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশ। এবার গ্রামে তাঁদের উপস্থিতির খবর পেতেই সেনাবাহিনীর উপর একের পর এক গুলি বর্ষণ করতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান জওয়ানরাও। তবে সেই গুলির লড়াইয়ে এক জওয়ান গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।আরও একজন জওয়ান শহিদ হয়েছেন।
উল্লেখ্য, কড়া নিরাপত্তায় গত ২৯ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। প্রতিবারই জঙ্গিদের নিশানায় থাকে হিন্দুদের পবিত্র এই তীর্থযাত্রা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার কড়া নিরাপত্তায় শুরু হয়েছে অমরনাথ যাত্রা। একইসঙ্গে গোটা উপত্যকা জুড়ে চলছে জঙ্গিদের বিরুদ্ধে অলআউট অভিযান।