Twin earthquakes shook Jammu and Kashmir, The tremors were also felt in Pakistan
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার সকালে কাশ্মীরের বারামুল্লা-সহ আশপাশের জেলাগুলোতে কম্পন অনুভূত হয়। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ভূমিকম্প হয় ভূস্বর্গে। তবে এখনও পর্যন্ত এর জেরে তেমন কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এদিন কম্পন অনুভূত হয় পাকিস্তানেও।
সূত্রে খবর, এ দিন সকালে কমপক্ষে দু’বার কেঁপে ওঠে ভূস্বর্গ।সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ প্রথমবার কেঁপে ওঠে কাশ্মীরের বারামুল্লা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট বলছে, রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। এরপর ৬টা ৫২ মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের মাত্রা ৪.৮। ভূস্বর্গ থেকে পাঁচ এবং ১০ কিলোমিটার গভীরে এই দু’টি কম্পন হয়েছে।
সদ্য নির্বাচনী দিনক্ষণ ঘোষণা হয়েছে কাশ্মীরে। রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচারে নেমে পড়েছে। চলছে ভোটের প্রস্তুতি। এর মাঝেই মঙ্গলবারের জোড়া ভূমিকম্প তীব্র আতঙ্ক তৈরি করেছে উপত্যকাবাসীর মধ্যে। প্রচুর মানুষ ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।