Prime Minister Narendra Modi issued a direct warning to Pakistan on the 25th anniversary of Kargil Victory Day
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কার্গিল বিজয় দিবসে শহিদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে দ্রাসে পৌঁছন নরেন্দ্র মোদী। ১৯৯৯ সালের যুদ্ধে ২৬ জুলাই দিনটিতে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। সেই জয়ের স্মরণেই প্রতিবছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। সেখানে দাঁড়িয়েই পাকিস্তানকে লক্ষ্য করে এদিন হুঁশিয়ারি দেন মোদী, তিনি বলেন, ‘ওদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।’
শুক্রবার সেই কার্গিল বিজয় দিবস উপলক্ষে দ্রাস থেকে দেশের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘সন্ত্রাসবাদ এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে পাকিস্তান বারবার ভারতে আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু, কখনওই সফল হয়নি। আগামীদিনেও পারবে না। তা সত্ত্বেও পাকিস্তানের শিক্ষা হয়নি। যুদ্ধ এবং সন্ত্রাসবাদী হামলার ইন্ধন জুগিয়ে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছে ওরা।’
মোদির কড়া বার্তা, “আজ আমি এমন একটা জায়গা থেকে কথা বলছি, যেখান থেকে সন্ত্রাসের প্রভুরা সরাসরি আমার কথা শুনতে পাবে। নাশকতার পৃষ্ঠপোষকদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, তোমাদের ষড়যন্ত্র কোনওদিন সফল হবে না। উলটে আমাদের সেনা সমস্ত জঙ্গিদের গুঁড়িয়ে দিয়ে শত্রুর মুখে যোগ্য জবাব দেবে।”