Kareena Kapoor Khan announced as UNICEF India’s new National Ambassador
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান। ২৪ বছর দীর্ঘ কেরিয়ার বেবো-র। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই সন্তানের দায়িত্বশীল মা করিনা। এবার নায়িকার মুকুটে জুড়ল নতুন পালক। ইউনিসেফ ইন্ডিয়ার নতুন জাতীয় দূত হিসেবে ঘোষণা করা হল করিনা কাপুর খানের নাম। ২০১৪ সাল থেকে ইউনিসেফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত এই তারকা।
করিনা এর আগে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসাবে কাজ করেছেন। নতুন দায়িত্ব পেয়ে বেশ আপ্লুত সইফ স্ত্রী করিনা। তিনি বলেন, ‘এই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় খুব কমই আছে। ভারতের জাতীয় দূত হিসেবে ইউনিসেফের সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত রাখতে পেরে সম্মানিত বোধ করছি’।