Two world-winning captains in one frame, next to Kapil who is unrecognizable
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এক জন বিশ্বকাপ জিতেছিলেন ১৯৮৩ সালে। অন্য জন ১৯৯৬ সালে। সেটাই ছিল দুই দেশের প্রথম বিশ্বকাপ জয়। আর সেই দুই দলের অধিনায়ক ছিলেন কপিল দেব এবং অর্জুন রণতুঙ্গা। সম্প্রতি তাঁরা দু’জন একসঙ্গে ছবি তুলেছেন। সেখানে রণতুঙ্গাকে চেনাই যাচ্ছে না।সোশাল মিডিয়া এই ছবি তোলপাড়। কপিলের পাশে দাঁড়িয়ে থাকা এই বিশ্বজয়ী কে চিনতেই পারা যাচ্ছে না।
দু’বছর আগেও রণতুঙ্গার স্বাস্থ্য যথেষ্ট ভাল ছিল। কিন্তু এই ছবিতে রণতুঙ্গা অনেকটাই রোগা হয়ে গিয়েছেন।কপিলের সঙ্গে রণতুঙ্গার ছবি দেখার পরে এক সোশাল মিডিয়া অনেকের মতে, রণতুঙ্গাকে চেনা খুবই কষ্টকর।