Bumrah is the best bowler in Tests, Virat is also in the top ten among batsmen
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চেন্নাই এবং কানপুর টেস্টে দুরন্ত পারফরমেন্সের ফল হাতে নাতে পেলেন জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের ক্ষেত্রে বড় অবদান রেখেছিলেন এই স্পিডস্টার, নিয়েছিলেন দুই টেস্টে মোট ১১টি উইকেট। সেই সুবাদেই এবার আইসিসির টেস্ট ক্রমতালিকায় বোলারদের মধ্যে শীর্ষে উঠে এলেন এই তারকা পেসার। দুইতে নেমে গেলেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ছিলেন টেস্টের এক নম্বর বোলার। বোলিংয়ে ছয় নম্বরে রইলেন রবীন্দ্র জাদেজা। টেস্টে ব্যাটিংয় ক্রমতালিকায় উন্নতি হয় যশস্বী জয়লওয়ালের। তিনি তিন নম্বরে জাগয়া করে নিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টে তিনটি অর্ধশতরান ছিল তাঁর। সেই সুবারেই ক্রমতালিকায় উন্নতি হল তাঁর। টেস্টে ব্যাটারদের মধ্যে ৬ নম্বরে ঢুকে পড়েছেন বিরাট কোহলি। ঋষভ পন্ত রয়েছেন তালিকায় ৯ নম্বর স্থানে।