Rohit Sharma’s Indian cricket team under pressure in Kanpur Test
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কানপুর টেস্টে চাপে রোহিত শর্মার ভারতীয় ক্রিকেট দল। তবে পারফরমেন্সের কারণে নয়। টিম ইন্ডিয়া বেশ চাপে পড়ে গেছে বৃষ্টির কারণে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা সম্ভব হয়েছে। ফলে পুরো বোলিং করা যায়নি। বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে তোলে ৩ উইকেটে মাত্র ১০৬ রান। এরপরই বৃষ্টির এবং খারাপ আলোর জন্য প্রথম দিনের খেলা বাতিল করে দেন আম্পায়াররা। এরপরই দেখা যাচ্ছে, শুধু টেস্টের প্রথম দিনেই নয়। পরের তিন দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। স্রেফ বৃষ্টি বললে ভুল বলা হবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফলে দ্বিতীয় টেস্ট জিততে গেলে, খুব কম করেও যে সময়টা রোহিতদের প্রয়োজন বৃষ্টির কারণে সম্ভবত তা পাবেন না তাঁরা।