November 9, 2024 2:16 am

২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 9, 2024 2:16 am

২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Kangana Ranaut: অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনাকে চড় মারার ফল ভুগতে হলো কৃষক কন্যাকে। কি হলো তার?

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The farmer’s daughter suffered as a result of slapping actress and MP Kangana. What happened to him?

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিজেপি

সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারা মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌরকে এবার বদলি করা হল। এমনিতেই, ওই ঘটনার পর কুলবিন্দরকে সাসপেন্ড করা হয়। তবে,কঙ্গনাকে থাপ্পড় মারার ঘটনার পর সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরকে এবার বেঙ্গালুরুতে বদলি করা হয়েছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত ৬ জুন চণ্ডীগড়ের শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরে কঙ্গনাকে চড় মারার ঘটনার পরে, সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌরকে সাসপেন্ড করা হয় এবং তাঁর বিরুদ্ধে উচ্চ আধিকারিকদের তত্বাবধানে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়। তৈরি হয় তদন্ত কমিটিও। এই ঘটনার পর বিমানবন্দর থানায় কুলবিন্দর কৌরের বিরুদ্ধে হামলার মামলাও দায়ের করা হয়।

মান্ডির লোকসভা সাংসদ কঙ্গনা রানাউত গত ৫ জুন চণ্ডীগড় থেকে দিল্লি আসছিলেন। সেই সময়ে বিমানবন্দরে এই ঘটনা ঘটে। সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌর অভিযোগ করেছিলেন যে তিনি কৃষকদের বিষয়ে কঙ্গনা রানাউতের বক্তব্যে ক্ষুব্ধ ছিলেন। এই ঘটনার পর অভিনেত্রী কঙ্গনা রানাউত একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান যে, ওই কনস্টেবল তাঁকে চড় মেরেছেন। তিনি পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে একটি বিতর্কিত বক্তব্যও জানান। যেটি রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি নিন্দা করেছিল।এদিকে, ওই থাপ্পড়ের ঘটনার পরে, সিআইএসএফ কনস্টেবল কুলবিন্দর কৌর বলেছিলেন যে, “কঙ্গনা রানাউত একটি বিবৃতি দিয়েছিলেন যে কৃষকরা সেখানে (কৃষকদের আন্দোলনে) ১০০ টাকার জন্য বসে আছে। তিনি কি সেখানে গিয়ে বসবেন? কঙ্গনা যখন এই বিবৃতি দিয়েছিলেন আমার মা তখন সেখানে বসে ছিলেন।”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top