Actor Kanchan Mallik became a father on the day of Kalipuja.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাবা হলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। কালিপুজোর দিনই এই সুখবর পান তিনি। পরিবারে আসে নতুন অতিথি। এবার স্ত্রী সুস্থ হতেই নিজের মেয়ের নামও ঠিক করে ফেললেন কাঞ্চন এবং শ্রীময়ি। নিজের সদ্যোজাত কন্যা সন্তানের নাম তিনি রাখলেন কৃ্ষভি। নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে কন্যা সন্তানের নতুন নামের কথা জানান কাঞ্চন। দ্বিতীয় স্ত্রী হওয়ার পর এটাই তাঁদের পরিবারের প্রথম সন্তান। এই নামের অর্থ বলতে বোঝায় শুভ। একই সঙ্গে শ্রী কৃষ্ণের সঙ্গেও এই নামের মিল আছে বলেও মনে করছে অনেকে। তবে ঠিক কি কারণে মেয়ের এমন নাম রেখেছেন কাঞ্চন এবং শ্রীময়ি, সেটা তাঁরা নিজেরাই সঠিকভাবে বলতে পারবেন।