Trinamool MPs attack the center with central forces
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের সময় বারবার সিআইএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তো কোথাও প্রার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বুথে এমন অভিযোগ ছিল। এরই পাশাপাশি আরেকটি জোরালো অভিযোগ ছিল, জওয়ানরা মহিলাদের ওপর হুমকি দিয়েছে। এই নিয়ে আগেই সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস। ফের একবার এই নিয়েই নিজের বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংসদে দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ দাবি করেন, ২ জন সিআইএসএফ জওয়ান উলুবেড়িয়া এবং জাঙ্গিপাড়ায় মহিলাদের শ্লীলতাহানি করেছে, এমন ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেন তিনি। তাঁর দাবি এত দফা ভোট করিয়ে লাভ কিছুই হয়নি, উল্টে এমন অভিযোগ উঠেছে। বিজেপির বিরুদ্ধে কথা বলতে গিয়ে এভাবেই সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে তোপ দাগেন কল্যাণ ব্যানার্জি। বিজেপির তরফে তাঁকে চুপ করানোর চেষ্টা করা হলেও তাঁকে দমানো যায়নি, পাল্টা তিনি দাবি করেন সিআইএসএফের দুজন গ্রেফতাও হয়েছে।