Minister Firhad replied to the complaint of extra tax collection against Kalna municipality
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কালনা পুরসভার বিরুদ্ধে কলকাতা পুরসভায় প্রশ্নের মুখে পড়লেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কালনা পুরসভার বিরুদ্ধে জমি মিউটেশনের জন্য উন্নয়ন কর বাবদ আলাদা অর্থ নেওয়ার চাওয়ার অভিযোগ ওঠে। সেই খবর কানে আসতেই পদক্ষেপ নিলেন ফিরহাদ হাকিম। নিজের পুরসভার দফতরে বসেই জানালেন, ‘ রাজ্য সরকারের বেঁধে দেওয়া কর ছাড়া অন্য কোনওরকম করই নিচে পারবে না পুরসভা গুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে বহুবার বলেছেন, কোনওভাবেই মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হবে না। এক্ষেত্রে আমরা সেই নিয়ম পালন করছি। আমরা ইতিমধ্যেই পুরসভা গুলোকে এই নিয়ে চিঠি পাঠিয়েছি’। প্রসঙ্গত গত মাসেই, দুটি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে পুরসভা গুলোকে চিঠি দিয়েছিল পুর নগরোন্নয়ন মন্ত্রক।