Kalighat skywalk is not being inaugurated before Kali Puja.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জোরকদমে কাজ চলছি শেষ কয়েক মাস ধরেই। আশা করা হয়েছিল কালীপুজোর আগেই কালীঘাটের স্কাইওয়াকের কাজ শেষ হবে। সেই মতো কলকাতা পুরসভাও তৈরি ছিল, কিন্তু এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি। তাই মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন কালীপুজোর আগে এই স্কাইওয়াক উদ্বোধন করা সম্ভব হচ্ছে না। ২০২১ সাল নাগাদ কালীঘাট মন্দিরের সামনে স্কাইওয়াকের কাজ শুরু হয়েছিল, কথা ছিল বছর দেড়েকের মধ্যেই নির্মান কাজ শেষ হওয়ার। কিন্তু আদতে দেখা গেছে, আড়াই বছর কেটে গেলেও কাজ পুরোপুরি এখনও শেষ হয়নি। সেই কারণে স্কাইওয়াক উদ্বোধনে আরও কিছুটা বিলম্ব হচ্ছে। তবে দ্রুত কাজ শেষ করে স্কাইওয়াক চালুর পরিকল্পনা রয়েছে পুরসভার।