Tmc is on the way to major organizational changes in the National Working Committee meeting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সামনে আবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, সেদিকে নজর রেখে এবার সাংগঠনিক স্তরে রদবদল করার পথে রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার বিকেলে কালীঘাটের দলীয় কার্যালয়ে জাতীয় কর্মসমিতির বৈঠক। সেখানে সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর নির্দেশ দিতে পারেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি-সহ জাতীয় কর্মসমিতির ২২ সদস্য। সূত্রের খবর, লোকসভা নির্বাচনে দলের সাফল্যের পরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, এবার থেকে দলের বিভিন্ন পদাধিকারীদের পারফরম্যান্সই বলবে শেষ কথা। তার ভিত্তিতে ঠিক হবে কার কী দায়িত্ব থাকবে। ঘোষণা করেছিলেন, তিনমাসের মধ্যেই নতুন চেহারায় হাজির করবেন তৃণমূলকে। সেইমতো কাজও শুরু হয়ে গিয়েছিল। সোমবারের বৈঠক থেকে রদবদলের কথা ঘোষণা করবেন তৃনমূল সুপ্রিমো? একাধিক জেলা সভাপতি বদলের সম্ভাবনা রয়েছে। কে পদে বহাল থাকবেন? কারই বা ডানা ছাঁটা যাচ্ছে? এসব নিয়ে এখন তুমুল গুঞ্জন দলের অন্দরে।