September 21, 2024 4:22 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

September 21, 2024 4:22 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

Jyotipriyo mullick: ইস্টার্ন কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের পুনরায় স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Calcutta High Court ordered re-examination of Jyotipriya Mallick at Eastern Command Hospital.

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ইস্টার্ন কমাণ্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের পুনরায় স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রেসিডেন্সি জেল সুপার ও ইডির প্রতিনিধির উপস্থিতিতে এই পরীক্ষা করতে হবে।

এর আগে কলকাতার এস এস কে এম হাসপাতালে ও অ্যাপোলো হাসপাতালে যে পরীক্ষা হয়েছিল সেই রিপোর্টে গলদ রয়েছে বলে অভিযোগ জানিয়েছিল ইডি। সেই অভিযোগের পরীপ্রেক্ষিতেই কমাণ্ড হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ হাইকোর্টের ।বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, ১১ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে কমাণ্ড হাসপাতালকে। ১২ সেপ্টেম্বর বেলা ৩.৩০ এ ফের শুনানি।

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদীর বক্তব্য রিপোর্টে কিছু গলদ আছে বলে তাদের মনে হয়েছে। কমাণ্ড হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর মেডিক্যাল টেস্ট করা যেতে পারে। কারন এর আগেও হাইকোর্টের অন্য বেঞ্চের নির্দেশে কমাণ্ড হাসপাতালে মেডিক্যাল টেস্ট হয়েছে।

জ্যোতিপ্রিয় মল্লিকের তরফে আইনজীবী মিলন মুখার্জি বলেন – যেকোন মুহুর্তে তাঁকে ডায়ালিসিস করতে হতে পারে। আমরা বিশেষজ্ঞ নই। কিন্তু রিপোর্ট দেখে আদালত অন্তত বোঝার চেষ্টা করুক এবং সিদ্ধান্ত নিক।

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন – ২০১৯ সালের জুন মাসের রিপোর্টে বলা হয়েছে সুগার ৯.৮। সুগারের লেভেল খাওয়া দাওয়ার উপর নির্ভর করে। যদি তিনি টেস্টের আগে প্রচুর মিষ্টি খেয়ে নেন তাহলে রিপোর্টে অনেক দেখাবে।

মন্ত্রীর আইনজীবী মিলন মুখার্জি বলেন – ইডির আজকে একটি হাসপাতালের কথা জানাতে বলা হয়েছিল যেখানে জ্যোতিপ্রিয়র পরীক্ষা করা হবে। তার চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকমাস ধরে ইডি যা করছে তা অভিপ্রেত নয়। তারা যে তথ্য দিচ্ছে সেগুলো আমাদের আবেদনের বিষয় বস্তু নয়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top