Hospitalized Jyotipriyo Mallik, investigation agency does not know
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী জোত্যিপ্রিয় মল্লিক অনেকদিন ধরেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। কিন্তু সম্প্রতি তিনি শ্বাসকষ্টে ভোগায় তাঁকে প্রেসিডেন্সি জেল থেকেই নিয়ে আসা হয় ফুলবাগানের এক বেসরকারি হাসপাতালে। অর্থাৎ কোনও সরকারি হাসপাতালে ভর্তি করা হয়নি রাজ্যের এই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। এদিন আদালতে মামলার সময় জানানো হয় জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির কথা। অথচ ইডির তদন্ত হওয়া সত্ত্বেও এতদিন তাঁদের জানানো হয়নি। অর্থাৎ সরাসরি তাঁরা আদালতে এসে বিষয়টি জানতে পারায় অসন্তোষ প্রকাশ করে। জানা গেছে শ্বাসকষ্টজনিত সমস্যায় আগেও ভুগেছেন জোত্যিপ্রিয়। সেই সমস্যায় ফের কদিন আগে কারাগারে দেখা দেওয়ার তাঁকে তার চিকিৎসকের তত্বাবোধানে ভর্তি করা হয়েছে।