A bigger movement by junior doctors from Tuesday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকেই আরও বৃহত্তর আন্দোলনে নামছে চিকিৎসকরা। এবার রাজ্য সরকারকেই তারিখ বেঁধে দিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় দুসপ্তাহ হতে চলল তাঁদের অনশনের। কিন্তু পাশেই মুখ্যমন্ত্রী রেড রোডে কার্নিভাল করলেও তিনি চিকিৎসকদের পাশে দাঁড়ালেন না, দেখাও করলেন না। সরকারি হাসপাতালের এই অবস্থা দেখার পরেও তাঁর টনক নড়েনি বলে দাবি করছে জুনিয়র চিকিৎসকরা। এবার তাঁরা জানিয়ে দিলেন মঙ্গলবার থেকে সার্বিক ধর্মঘটের পক্ষেই হাঁটবেন তাঁরা, আর সেটাও হবে অনির্দিষ্টকালের জন্য। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে এই সিদ্ধান্তের কথাই জানালেন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মুখ দেবাশিস হালদার।