The doctors invited the Chief Secretary to Droh Carnival
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে দ্রোহ কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। একইদিনে রেড রোডে রয়েছে দুর্গাপুজো কার্নিভাল। তাই দ্রোহ কার্নিভাল কর্মসূচি প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন মুখ্যসচিব। সোমবার তাঁর ডাকে বৈঠকে যোগদান করে কর্মসূচি থেকে পিছু হঠা দূর অস্ত, উলটে মুখ্যসচিবকেই তাঁদের কার্নিভালে আমন্ত্রণ জানিয়ে এলেন জেপিডি-র প্রতিনিধিরা। বৈঠক শেষে বেরিয়ে সেকথাই জানালেন তাঁরা।পাশাপাশি অনশন মঞ্চে গিয়ে একবার আন্দোলনকারীদের সঙ্গে দেখা করুন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সকলে, এই আবেদন জানানো হয়েছে চিকিৎসক সংগঠনগুলির তরফে।এদিন স্বাস্থ্যভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক করেন ৮ চিকিৎসক সংগঠনের প্রতিনিধি। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। তবে বৈঠকে স্বাস্থ্যসচিবের অনুপস্থিতি নিয়ে কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ বৈঠকে যোগদানকারী চিকিৎসকদের। বৈঠকের পর বেরিয়ে তাঁরা জানান, ”আমরা ওঁকে দ্রোহ কার্নিভালে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি।”