The police freed the protestors in front of Tridhara Sammilni
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর দশমিতেই অবশেষে মুক্তি পেলেন ত্রিধারা সম্মিলনির সামনে প্রতিবাদ জানানো ছাত্ররা। শুক্রবার দিনই হাইকোর্টের তরফে তাঁদের জামিন দেওয়া হয়। এর আগে আলিপুর আদালতের তরফে তাঁদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এরপর হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। সেখানে বিকাশরঞ্জন ভট্টাচার্য, শামিম আহমেদরা লড়েন প্রতিবাদিদের হয়ে। সেখানেই হাইকোর্টের বিচারপতি জানিয়ে দেন তাঁদের দ্রুত ছেড়ে দিতে হবে। এরপরই শনিবার বিকেলে তাঁদের মুক্ত করতে লালবাজার থেকে রবীন্দ্র সরোবর পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় মুক্তির জন্য। এই ঘটনার প্রতিবাদে লালবাজারের সামনে জরো হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা।