Chief Secretary’s message to doctors under pressure of hunger strike
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অনশন আন্দোলনের চাপে পড়ে এবার জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন মুখ্যসচিব। তাঁদের দাবি দাওয়া অনুযায়ী কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ফিরিস্তিও দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের অনশন প্রত্যাহার করার আবেদনও জানানো হয়েছে। প্রসঙ্গত অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসক আন্দোলনের মুখ অনিকেত মাহাতো। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি যে খুব একটা ভালো দিকে যাচ্ছে না সেটা রাজ্য সরকারও বুধতে পারছে। আসলে জয়েন্ট ডাক্তার্স ফোরামের পক্ষ থেকে এক চিঠি দেওয়া হয়েছিল রাজ্যকে, যাতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এর পাল্টাই মনোজ পন্ত জানিয়েছেন, তাঁরা জুনিয়র চিকিৎসকদের অনশন তুলতে আবেদন জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টাও চলছে।