The Junior Doctors Forum is going to hold a public court on Sunday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার রয়েছে আরজি কর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচি। আগেই মানব বন্ধনের ডাক দিয়েছিল জুনিয়র ডক্টার্স ফোরাম। এরই মধ্যে অভয়া ক্লিনিক নিয়ে বড় বার্তা দিলেন তাঁরা। সোমবার রয়েছে আরজি কর কাণ্ডের শুনানি দেশের শীর্ষ আদালতে। প্রায় ১ মাস কাটতে চললেও এখনও আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডে এখনও সব অভিযুক্তদের ধরতে পারেনি তদন্তকারী সংস্থা। আদৌ অভিযুক্ত সেদিন একা ছিলেন তিনি, সঞ্জয় রাই ঘটনা ঘটিয়েছিলেন কিনা, এরকম একাধিক প্রশ্ন উঠছে। এই আবহেই রবিবার জনতার আদালত বসাতে চলেছে জুনিয়র ডক্টার্স ফোরাম। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিকের পাশে তাঁরা সাধারণ মানুষকে জমায়েত হতে বলে তাদের কাছ থেকে বিষয়টি নিয়ে পরামর্শ নিতে চলেছেন।