There is no holiday in the calendar! However, July 10 is a public holiday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের সরকারি ছুটি। ২০২৪ সালের ১০ জুলাই দেশের ৭টি রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর যে সব আসনে বিধানসভা নির্বাচন হবে, সেখানে এদিন সরকারি ছুটিও থাকবে। স্কুল, কলেজ, অফিস, ব্যাঙ্ক ইত্যাদি বন্ধ থাকবে। আর এই রাজ্যগুলোর তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ।
তাই দেশের ৭ রাজ্যের বিধানসভা আসনে যেখানে নির্বাচন হতে চলেছে সেখানে ব্যাঙ্ক, স্কুল, কলেজ এবং অফিসগুলিতে ছুটি থাকবে। সেই তালিকায় যেহেতু রয়েছে রাজ্যও। তাই এদিন রাজ্যেও একই সুবিধা দেওয়া হবে। সঙ্গে রাজ্যের, যে যে আসনে উপনির্বাচন হবে সেই আসনগুলোর জন্য ভোট দিতে ভোটারদের বিশেষ ছুটি পাওয়ার ব্যবস্থা রয়েছে।
মূলত যাঁরা, তাঁদের বিধানসভা কেন্দ্রের বাইরে রয়েছেন। তাঁদের জন্যই করা হয়েছে এই স্পেশ্যাল লিভের ব্যবস্থা। এমনকি ভোটের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদের, পরদিন কাজে যোগ দিতে সমস্যা হলে তাঁরাও স্পেশাল লিভ-এর পেতে পারবেন।
NIA অ্যাক্ট অনুযায়ী, রাজ্যের চারটি কেন্দ্রের অধীনে সরকারি অফিসগুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন জানিয়েছে, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা কেন্দ্রে আগামী ১০ জুলাই, বুধবার ছুটি থাকবে।