Joe Root scored his 35th Test century.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টেস্টে ৩৫তম শতরান পেয়ে গেলেন জো রুট। মুলতানের মাটিতে শতরান করেন ইংরেজ ব্যাটার। প্রথম ইনিংসে ব্যাট করার সময় তিনি নিজের ৩৫তম টেস্ট শতরানের দেখা পান। পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়েছিল মুলতানে ফ্ল্যাট পিচ তৈরি করে ব্যাটারদের দিয়ে বড় রান তুলতে। তাতে খুব একটা লাভের লাভ হল না। কারণ পাকিস্তান যেমন ৫০০র বেশি রান তুলল, তেমনই ইংল্যান্ড দলও দাঁড়িয়ে রয়েছে ৫০০ রানের দোরগোড়ায়। আর দ্বিশতরানের সামনে দাঁড়িয়ে জো রুট। ওডিআই সিরিজে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করা হ্যারি ব্রুকও শতরান করেছেন। পরিস্থিতি যা,তাতে মুলতানে যদি বড়সড় কোনও অঘটন না ঘটে, তাহলে এই ম্যাচ ড্রই হতে চলেছে।