In the Jaynagar incident, the accused confessed to the murder but did not confess to the rape
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শিশু নিখোঁজের খবর আগেই জয়নগর থানায় জানিয়েছিল বলে দাবি করেছে মৃত নাবালিকার পরিবার। শনিবারই প্রকাশ্যে আসে, জয়নগরে এক নাবালিকাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে। যদিও পুলিশ এখনও ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি। খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে। এই আবহেই এবার জয়নগরের নির্যাতিরার পরিবার এবং গ্রামবাসি আগুন জ্বালিয়ে দিল পুলিশ ক্যাম্পে। তাঁদের দাবি, পুলিশকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমধ্যেই যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে বারুইপুরের এসপি পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছেন । যদিও ধর্ষণের কথা স্বীকার করেননি ১৯ বছরের যুবক। এক ৯ বছরের কিশোরিকে ধর্ষণ এবং খুনের ঘটনায় জয়নগরের মহিষমারি পুলিশ ক্যাম্পে আগুন লাগিয়ে দেন উন্মত্ত জনতা।