G20 countries are discussing additional taxes on the world’s richest people.Ramesh says, what position India takes, that is now to be seen.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠান নিয়ে এই মূহূর্তে ভারতে প্রত্যেক মাসেই প্রায় বিশাল বিশাল অনুষ্ঠান হয়েছে, তাতে যোগ দিয়েছেন সমস্ত তারকারা। দেশ বিদেশের তারকারা অধিকাংশই এসেছেন তাঁদের প্রি ওয়েডিং থেকে বিয়ের অনুষ্ঠানে। এদিকে রাহুল গান্ধী বা সনিয়া গান্ধী কেউই আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে যোগ দেননি। এরই মধ্যে বড় দাবি করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বর্তমানে জি২০ গোষ্ঠির দেশগুলোতে আলোচনা হচ্ছে বিশ্বের ধনকুবেরদের ওপর অতিরিক্ত কর বসানোর। এই নিয়েই জয়রাম রমেশ বলছেন, প্রধানমন্ত্রীর অবস্থা পরিস্কার করতে হবে বিষয়টি নিয়ে। ব্রাজিল ইতিমধ্যেই দাবি করেছে ধনকুবেরদের সম্পত্তির ওপর ২ শতাংশ কর দেওয়ার কথা। এরই মধ্যে ভারত ঠিক কি অবস্থান নেয়, সেটাই এখন দেখার। এক্ষেত্রে বলাই বাহুল্য আম্বানিদের বিয়েতে যাননি গান্ধি পরিবারের সদস্যরা।