Go back slogan to Trinamool MP-MLA in Jayanagar
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জয়নগরে মহিষমারিতে নাবালিকা ধর্ষন এবং খুনকান্ডে এবার বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং সাংসদ। আরজি কর কাণ্ডের আবহে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান তৃণমুলের স্থানিয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল। তাঁকে দেখেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এলাকাবাসি। এরপর হাসপাতালে পৌঁছান তৃণমুল সাংসদ প্রতিমা মণ্ডলও। তাঁকে দেখেও গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি জুতো দেখান গ্রামবাসিরা। পুলিশকে জানানোর পরেও কোনও স্বক্রিয়তা দেখা যায়নি। এরপর চতুর্থ শ্রেণীর পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। টিউশন পড়তে গিয়ে নাবালিকা নিখোঁজ হয়ে গেছিল। ধর্ষণ এবং খুনের ঘটনায় মোস্তাকিন সর্দার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরজি করে চিকিৎসক খুন এবং ধর্ষণের মধ্যেই আরও একবার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠল।