Jasprit Bumrah set the precedent of taking 400 wickets in international cricket
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নজির গড়লেন জসপ্রীত বুমরাহ। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে তিনি প্রথম ইনিংসে নিলেন চার উইকেট। সেই সুবাদেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন। ভারতীয়দের মধ্যে তিনি দশম বোলার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। ১১ ওভার বোলিং করে মাত্র ৫০ রান দিয়ে চার উইকেট নেন এই ভারতীয় স্পিডস্টার। বাংলাদেশের বোলার হাসান মাহমুদকে আউট করে এই রেকর্ড গড়েন বুমরাহ। ১৯৬ ম্যাচ খেলে বুমরাহর ঝুলিতে এই মহূর্তে রয়েছেন ৪০১টি উইকেট। বর্তমান ভারতীয় দলের বুমরাহর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজারও এই কৃতিত্ব রয়েছে।