Jasprit Bumrah is standing by Virat’s performance
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি সাম্প্রতিক সময় একদমই রানের মধ্যে নেই। গত তিন টেস্টে করেছেন মাত্র ৯৩ রান । এমন ভয়ঙ্কর পরিসংখ্যান তিনি অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নামলেও জসপ্রীত বুমরাহ কিন্তু ওত চিন্তা নিচ্ছেন না। আসলে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির পারফরমেন্স বরাবরই ভালো, সেটা টেস্ট হোক কি ওডিআই। তাই বিরাটের পাশে দাঁড়িয়ে বুমরাহ বলছেন, ‘একটা সিরিজ যদি কারোর খারাপ যায় তাহলে কিছু যায় আসে না, কারণ ওর আত্মবিশ্বাসে কোনও ঘাটতি আসেনি। আমরা আশাবাদী বিরাটভাই নিজের ছন্দেই থাকবে ‘। প্রসঙ্গত বিরাট কোহলির ভালো পারফরমেন্সের ওপরই নির্ভর করবে টিম ইন্ডিয়ার ভাগ্য।