Jasprit Bumrah said, they are ready for the match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় দলের হয়ে শুক্রবার অধিনায়কের গুরুদায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরাহ, গত দুবারের সিরিজেই তিনি জিতে ফিরেছিলেন। কিন্তু এবারে তাঁর দলের ওপর চাপ বেশি। কারণ ক্রিকেটাররা অনেকে তরুণ। বিরাট রাহুল ছাড়া টপ অর্ডারে কোনও অভিজ্ঞ ব্যাটারই নেই। যদিও তাতে অত চিন্তা করছেন না বুমরাহ। বরং বলছেন, ম্যাচে নামার জন্য প্রস্তুত রয়েছেন। নিউজিল্যান্ড সিরিজের হার থেকে তাঁরা শিক্ষা নিয়েছেন, সেই শিক্ষা নিয়েই তাঁরা আগামী দিনে খেলতে চান। দলের ক্রিকেটাররা যথেষ্টই মোটিভেটেড রয়েছে মাঠে নামার জন্য। প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে দল।