Japan develops blade-resistant umbrella to protect against knife wounds
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: একের পর এক ছুরি হামলার পর যাত্রীদের নিরাপত্তা বাড়াতে জাপানি ট্রেনে শীঘ্রই শত শত ব্লেড-রেসিস্ট্যান্ট বা ব্লেড-প্রতিরোধী ছাতা মোতায়েন করা হবে। পশ্চিম জাপানের রেল বিভাগের পরিকল্পনা, এই ধরনের ১২০০ ছাতা মধ্য জাপানের কানসাই অঞ্চলে ৬০০ ট্রেনে থাকবে।সাম্প্রতিক অতীতে জাপানে বার বার ছুরি-হামলার ঘটনা ঘটেছে। এবার সেই হামলা থেকে বাঁচতেই এই ধরনের পরিকল্পনা করল রেল প্রশাসন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ২০ সেমি লম্বা এই ছাতার গঠন এমনই যে তা হামলাকারীদের নিরস্ত করতে পারে। ছাতার হ্যান্ডেল বিশেষভাবে তৈরি করা হয়েছে। সাধারণ ছাতার তুলনায় মোটা ও শক্তিশালী হওয়ায় তা অনায়াসে ‘গ্রিপ’ও করা যায়।
কিন্তু কেন হঠাৎ শয়ে শয়ে এমন ছাতা তৈরি হচ্ছে? আসলে সম্প্রতি জাপানের ট্রেনে ছুরির হামলার ঘটনা ঘনঘন ঘটছে। ফলে তৈরি হচ্ছে প্রবল আতঙ্ক। ফলে নড়েচড়ে বসেছে জাপান রেল। সম্প্রতি ওসাকায় এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম জাপান রেলওয়ে কোংয়ের তরফে এই নয়া ছাতা প্রকাশ্যে আনা হয়েছে। সেই সঙ্গেই আশা প্রকাশ করা হয়েছে, এই হালকা ওজনের ছাতা ছুরির হামলার থেকে বাঁচাবে যাত্রীদের। কাজ করবে বর্মের মতো।