November 15, 2024 9:25 am

৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 15, 2024 9:25 am

৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Jammu Kashmir Elction Results: জম্মু-কাশ্মীরে এগিয়ে এনসি-কংগ্রেস জোট, শুরু উৎসব

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

NC-Congress alliance ahead in Jammu and Kashmir, festival begins

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১০ বছর পর প্রথমবার ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরে। ৩৭০ ধারা বিলোপের পর চলতি বছরে প্রথম লোকসভা নির্বাচনে উপত্যকায় এবার পালাবদল হতে চলেছে।

জম্মু-কাশ্মীরে চলছে ভোটগণনা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপিকে পিছনে ফেলে ক্রমশ এগিয়ে যাচ্ছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট ৷ আপাতত 52টি আসনে এগিয়ে রয়েছে এনসি-কংগ্রেস জোট ৷ অর্থাৎ, ম্যাজিক ফিগারের গণ্ডি পেরিয়ে গিয়েছে এনসি-কংগ্রেস জোট ৷ অন্যদিকে, 26টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ৷ ইতিমধ্যেই, শ্রীনগরে দলীয় কার্যালয়ে অভুতপূর্ব এই জয়কে উদযাপন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস ও এনসি ৷

ন্যাশনাল কনফারেন্স 39টি আসনে এগিয়ে আছে এবং তার জোটসঙ্গী কংগ্রেস 7টি আসনে এগিয়ে আছে ৷ উপত্যকায় সরকার গঠনের ম্যাজিক ফিগার হল 46 ৷ বহুজন সমাজ পার্টি (বিএসপি), সিপিআই(এম), পিপলস কনফারেন্স এবং ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি (ডিপিএপি) একটি করে আসনে এগিয়ে রয়েছে ।

ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা উভয় আসনেই এগিয়ে আছেন ৷ অন্যদিকে, নিজেদের প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কারা, এআইসিসি সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর, সিপিএম নেতা এমওয়াই তারিগামি এবং প্রাক্তন বিজেপি মন্ত্রী শাম লাল শর্মা এবং দেবেন্দ্র সিং রানা । যদিও নওশেরা আসনে ন্যাশনাল কনফারেন্স প্রার্থী সুরিন্দর চৌধুরীর থেকে প্রায় 2 হাজার 997 ভোটে পিছিয়ে রয়েছেন জম্মু-কাশ্মীরে বিজেপির সভাপতি রবীন্দ্র রায়না ৷

উল্লেখ্য, শেষ বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেধে লড়াই করেছিল মেহবুবা মুফতির পিডিপি ৷ নির্বাচনে জিতে সরকারও গঠন করেছিল দল ৷ তবে গত লোকসভা নির্বাচনে একলাই লড়ে পিডিপি ৷ হেরেও যায় ৷ এবারের নির্বাচনে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে, তাতে মোটেই ভালো ফল করতে পারেনি দল ৷ শ্রীগুফওয়ারা-বিজবেহারা আসনে নিজের মেয়ে ইলতিজা মুফতিকে প্রার্থী করেন মেহবুবা ৷

৩৭০ ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরে এবার বিধানসভা নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই ছিল। ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট, পিডিপি এবং বিজেপির মধ্যে লড়াই ছিল। এ বছর ৩ দফায় ভোট হয়েছে জম্মু ও কাশ্মীরে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top