Cease-fire agreement violated in Akhnoor border in Jammu, one soldier injured in Pak attack
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার জম্মুর আখনুর সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে এলোপাথাড়ি গোলা-গুলি চালাল পাক সেনা। অতর্কিতে পাক সেনার এহেন হামলায় আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। তবে পাক হামলার পালটা জবাব দিতে ভোলেননি ভারতীয় জওয়ানরাও। সব মিলিয়ে ভোররাতে দুই দেশের সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা।
ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে, রাত ২.৩৫ নাগাদ জম্মুর আখনুর এলাকায় হঠাৎ ব্যাপক গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। পাকিস্তানের হামলার জবাবও দেওয়া হয়। দুই তরফের গুলির লড়াইয়ের মাঝে আহত হন এক বিএসএফ জওয়ান। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও ভারতের জবাবি হামলায় সীমান্তের ওপারের ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনও প্রকাশ্যে আনেনি পাকিস্তান। তবে প্রায় এক বছর পর পাকিস্তানের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় সীমান্তে নতুন করে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।