Seven people, including a doctor, died in a terrorist attack in Jammu and Kashmir’s Ganderbal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের গান্ডেরবালে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে এক চিকিৎসক-সহ ৭ জনের। নৃশংস সেই সন্ত্রাসবাদী হামলার ঘটনার দায় স্বীকার করল পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। পাক সরকারের নিষেধাজ্ঞার জেরে বর্তমানে এই সংগঠনের নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। সংবাদ মাধ্যম সূত্রের খবর, পাকিস্তানের টিআরএফ সংগঠনের প্রধান শেখ সজ্জাদ গুল এই হামলার মাস্টারমাইন্ড। তার নির্দেশেই সোনমার্গের গান্ডেরবালে কাশ্মীরি ও অকাশ্মীরিদের উপর এই হামলা চালানো হয়। কাশ্মীরের মাটিতেও ভীষণভাবে সক্রিয় এই সংগঠন। সূত্রের খবর, যেখানে সোনমার্গ-গান্ডেরবাল সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল সেখানে গত এক মাস ধরে রেইকি করেছিল জঙ্গিরা। মনে করা হচ্ছে, দুই থেকে তিন জন জঙ্গি এই হামলা চালায়। উদ্দেশ্য ভূগর্ভ পথ নির্মাণের কাজ বন্ধ করা।উল্লেখ্য, রবিবার রাতে সন্ধেবেলা নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ পথের কাছে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় এক চিকিৎসক ও ৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও ৫ জন। এই হামলার খবর প্রকাশ্যে আসার পর কড়া হুঁশিয়ারি দেন অমিত শাহ। জানান, যারা জম্মু কাশ্মীরে নৃশংস এই হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে তাদের রেহাত করা হবে না।