CPI(M) workers deliver relief to victims of Jalpaiguri
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সিপিআইএম দলীয় নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সোমবার জলপাইগুড়ি শহরে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি বন্ধ থাকবে। রবিবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকার বার্নিশ বাজার, কালিবাড়ী বুথে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। বেশ কয়েকজন মানুষ মারা গেছে, গুরুতর জখম হয়েছেন অনেকেই। আহতদের উন্নতমানের চিকিৎসা, ভেঙে যাওয়া বাড়ি তৈরি করে দেওয়ার আবেদন জানিয়ে জেলা শাসকের কাছে চিঠি দিয়েছেন সিপিআই(এম) এর জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক সলিল আচার্য।
সোমবার সকালে ময়নাগুড়ির বার্ণিশের ঝড় বিদ্ধস্ত এলাকার শতাধিক পরিবারে সকাল থেকে শুকনো খাবার,জল, শিশুখাদ্য বন্টন করে স্থানীয় সিপিআই(এম) নেতা কর্মীরা। গতকাল রাতেই আহদের দেখতে হাসপাতালে পৌঁছে যান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন, সলিল আচার্য সহ বাকিরা। ক্ষতিগ্রস্থদের তারা আশ্বাস দেন। সিপিআই(এম) নেতা পীযুস মিশ্র, কৌশিক ভট্টাচার্য এবং ঘটনাস্থলে পৌঁছে যায় ময়ূখ বিশ্বাস, অরিন্দম ঘোষ, অর্পন পাল, দেবব্রত ভৌমিক সহ ছাত্র যুব নেতৃত্ব। সাহায্যে এগিয়ে এসেছে সিআইটিইউ সহ অন্যান্য গণসংগঠনগুলি।