Accused surrounded by vice-chancellor in student death case in Jadavpur
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শঙ্খদীপ মৃত্যু মামলায় এখনও শাস্তি পায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভিযুক্তরা, যারা নির্যাতন তথা Ragging-এ যুক্ত ছিলেন, এবার তাঁরা উপাচার্যকে ঘেরাও করে রাখলেন ক্যাম্পাসে। দাবি করলেন সাক্ষদের ভিডিয়ো প্রকাশ করতে হবে, এছাড়াও যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিষয়টি যাদবপুুরের উপাচার্য মেনে নিয়েছে বলে খবর। গতবছর শঙ্খদীপের মৃত্যুতে উত্তাল হয়েছিল যাদবপুর ক্যাম্পাস। তবে সময়ের সঙ্গে সঙ্গেই দেখা যায় ফের নিজেদের চেনা মূর্তি ধারণ করে অভিযুক্তরা, কেউই তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি। এরই মধ্যে ঘেরাওয়ের সময় কার্যত টেবিলে বসে, উপাচার্যদের ওপর জোর প্রকাশ করতেই দেখা যায় অভিযুক্তদের একাংশের, তা দেখেই প্রয়াত ছাত্রের বাবা বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যায়ের নতুন কমিটি আদলতে অভিযুক্তদেরই সাহায্য করছে। তবে আদালতে মামলা চলছে, তাই আইনের ওপরই ভরসা রাখছেন তিনি। উল্লেখ্য আগের কার্যতরি সমিতির Anti Ragging Committe যে রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা। এদিকে এতদিন হয়ে গেলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্তরাই।