December 12, 2024 4:36 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 4:36 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Jadavpur University : বিতর্কের মাঝেই নড়েচড়ে বসলো যাদবপুর বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।নবাগত ছাত্রদের জন্য কি এবার আলাদা হস্টেল!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The Jadavpur University authorities sat down repeatedly complaining of raging. A separate hostel for new students!

রাজ্য

নিজস্ব সংবাদদাতা :বার বার অভিযোগ উঠছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবাগত ছাত্রদের নিরাপত্তা নিয়ে। ছাত্র মৃত্যুর ঘটনাও ঘটেছে এই বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে। বার বার প্রশ্ন চিহ্নের মধ্যে পড়তে হয়েছে বিদ্যালয় কতৃপক্ষকে।

আর কাল বিলম্ব না করে নবাগত ছাত্রদের(
new students)নিরাপত্তা সুনিশ্চিত করতে অবশেষে দাবি পূরণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University)।আর সিনিয়র দাদাদের সঙ্গে নয়, এবার থেকে প্রথম বর্ষের নবাগত ছাত্ররা থাকবে আলাদা হস্টেলে। অগস্ট মাস থেকে নবীন বরণের আবহে প্রথম বর্ষের ছাত্রদের আত্মবিশ্বাস জোগাতে এবং বৃহত্তর সমাজের কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদর্থক ভাবমূর্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই ওল্ড(Old PG) পিজি এবং নিউ ব্লক হস্টেলেই এবার থেকে থাকবে প্রথম বর্ষ । জানা গেছে ওল্ড পিজি-তে ৯০ জন এবং নিউ ব্লকে ৭০ জন ছাত্রের থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হস্টেলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে প্রথমবর্ষের ছাত্রদের জন্য। এমনকি হস্টেলের সুপার ছাত্রাবাসেই থাকবেন। বৃহস্পতিবার অর্থাৎ পয়লা অগস্ট থেকে বিজ্ঞান বিভাগের ছাত্ররা থাকতে শুরু করেন অন্যদিকে ৫ অগস্ট কলা বিভাগ এবং তার পরে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের থাকতে শুরু করবেন।

UGC-র গাইডলাইন অনুযায়ী প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করতে হয়। সেই সুপারিশ অনুযায়ী বহু বছর ধরেই যাদবপুরকে প্রথম বর্ষের ছাত্রদের আলাদা ছাত্রাবাসে রাখার দাবি তোলেন ছাত্র ও শিক্ষক সংগঠগুলি। এবার সেই দাবি মিটল। এতে খুশি ছাত্র, শিক্ষক থেকে অভিভাবক প্রত্যেকেই।

এখন থেকে ঠিক একবছর যাদবপুর থানার(Jadavpur police station) কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে মেইন হস্টেল আছে সেখানে নদিয়া থেকে পড়তে আসা বাংলা বিভাগের এক ছাত্রের তেতলা থেকে পড়ে মৃত্যু ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে।গোটা দেশেই যাদবপুরের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। তখন প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেল না থাকায় কর্তৃপক্ষের দিকে ব্যর্থতার আঙুল ওঠে। ওই ঘটনার এক বছর পর কার্যত শাপমুক্তি ঘটল যাদবপুরের এ কথা বলা যায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে (University campus)মধ্যেই প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেল। আর তাই ২০২৪-এ স্নাতক স্তরে ভর্তি হওয়া নবাগত ছাত্র এবং তাঁদের অভিভাবকদের আর দুশ্চিন্তা করতে হবে না বলে মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

শুধুমাত্র প্রথম বষ নয়, দ্বিতীয় বর্ষের ছাত্রদের নিরাপত্তার বিষয়টিও অবহেলা করছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার থেকে ক্যাম্পাসের ভিতরে নিউ বয়েজ় হস্টেলে(New Boys Hostel) থাকবেন দ্বিতীয় বর্ষের ছাত্র(S second year student)। এই হস্টেলে সর্বমোট ৭০ জন ছাত্র বাস করতে পারবেন। বাকি দ্বিতীয় বর্ষের ছাত্রা নতুন তৈরি জেপিজে বিল্ডিংয়ে থাকবে। আর যাদবপুরের মেইন হস্টেলে তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্ররা থাকবেন। তৃতীয় বর্ষকে মেন হস্টেলের এ ওয়ান ব্লকে এবং চতুর্থ বর্ষকে এ টু ব্লকে রাখা হবে বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top