November 8, 2024 8:42 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 8, 2024 8:42 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Jadavpur University: দুর্নীতির অভিযোগে উপাচার্যকে ঘিরে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Corruption in PHD admission list! Jadavpur in protest around the Vice-Chancellor.

রাজ্য

নিজস্ব সংবাদদাতা:

ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। উপাচার্য ভাস্কর গুপ্তকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের একাংশের। অভিযোগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি সংক্রান্ত তালিকায় ‘বেনিয়ম’ হয়েছে। পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত এসএফআই নেতাকে নিয়মবিরুদ্ধভাবে সুযোগ করে দেওয়া হয়েছে ওই তালিকায়। আর সেই অভিযোগেই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনের তরফে অরবিন্দ ভবনে উপাচার্যকে ঘিরে প্রতিবাদ চলছে। মঙ্গলবার রাতের এই বিক্ষোভে শামিল হয়েছেন পড়ুয়াদের একটা বড় অংশ।

এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভাস্কর গুপ্ত ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে জানান, ”ছাত্রদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে। আমি ওদের কথা শুনছি। এই মুহূর্তে আর কিছু বলার অবস্থায় আমি নেই।” অন্যদিকে বিক্ষোভরত ছাত্রদের দাবি, বারবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ভর্তি তালিকা নিয়ে প্রশ্ন ওঠার পর সেই বিষয়ে তদন্তের কথা থাকলেও কোনও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। দাবি, কোনও কিছুকে তোয়াক্কা না করেই কর্তৃপক্ষ মঙ্গলবার ফের যে তালিকা প্রকাশ করেছে, সেখানেও রয়েছে পুরনো গলদ!

অভিযোগ, ২০২৩ এবং ২০২৪, এই দু’বছরেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ভর্তি তালিকায় ওই এসএফআই (SFI) নেতার নাম দেখা যায়! তিনি যোগ্যতা না থাকা সত্ত্বেও ভর্তির সুযোগ পেয়েছেন বলে অভিযোগ ওঠে। দাবি করা হয়, শুধুমাত্র প্রভাব বিস্তার করেই পিএইচডির সুযোগ পেয়েছেন ওই ব্যক্তি। এরপর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। নির্দিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু সেসবের মধ্যেই ফের একই বিভাগে প্রায় একই নামের তালিকায় ওই নেতার নাম দেখা যেতেই বিক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়াদের একাংশ। অভিযুক্ত ওই এসএফআই নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি জরুরি কাজে ব্যস্ত রয়েছি। এই মুহূর্তে এই বিষয়ে কিছু বলব না। পরে যোগাযোগ করুন।”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top