Jacques Kallis may return as the coach of Knight Riders.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স দলে গৌতম গম্ভীরের ফেলে যাওয়া পদে বসতে পারেন আরেক নাইট প্রাক্তনী। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছিলেন দঃ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিস। ইতিমধ্যেই কেকেআরের মেন্টর পদে ফের তাঁকে ফিরতে আবেদন জানিয়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। আগেই গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ পদে আসার পর নাইটদের পদ তিনি ছেড়ে দিয়েছিলেন। কারণ ভারতের কোচ হতে গেলে আর কোনও দলের কোচিং করা যায় না। এই আবহেই এবার তার ফেলে আসা আসনে বসতে পারেন জ্যাক ক্যালিস। এর আগে রাহুল দ্রাবিড় এবং কুমার সাঙ্গাকারাকেও কোচ করতে চেয়েছিল নাইট রাইডার্স।