The trailer of ‘Kill ‘Em All 2‘ is out
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ‘কিল দেম অল ২’ ছবিতে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকার সঙ্গে অভিনয়ে দেখা যাবে জ্যাকলিনকে। সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানে হলিউড তারকার সঙ্গে জ্যাকলিনকে অ্যাকশন মুডে দেখে শোরগোল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে।আগের দুটি হলিউড ছবিতে সেভাবে সাড়া ফেলতে না পারলেও এবারে ‘কিল দেম অল ২’ এর ট্রেলার দেখে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ছবিটি মুক্তি পাওয়ার পরই আন্তর্জাতিক মঞ্চে জ্যাকলিনের কেরিয়ারের নতুন দরজা খুলে যেতে পারে।ভ্যান ডাম অভিনীত অ্যাকশন ছবি ‘কিল দেম অল’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। এবার ওই অ্যাকশন সিনেমারই দ্বিতীয় পার্ট রিলিজ হতে চলেছে। ছবিতে ভ্যানডামের চরিত্রের নাম ফিলিপ। তাঁর মেয়ের ভূমিকায় দেখা যাবে জ্যাকলিন থুড়ি ভেনেসাকে।