Defending Euro Cup champion Italy beat Albania 2-1 in a tight match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল ইউরো কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। গত কয়েক বছর ধরে বিশ্বকাপে সুযোগই পায়নি ইতালি, অথচ তাঁরাই এক সময়ের সবচেয়ে সফল দল। পাশাপাশি ইউরো কাপও গতবার জিতেছিল তাঁরা। আলবেনিয়ার বিপক্ষে জিততে অবশ্য বেশ বেগ পেতেই হল ইতালিকে। ম্যাচের প্রথম মিনিটেই কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে যায় ইতালি। প্রতিপক্ষ আলবেনিয়ার নেদিম বাজরামি এগিয়ে দেন তাঁর দলকে। এরপর কিছুটা ধীরে সুস্থে খেলায় ফেরে ইতালি। ১১ মিনিটে ইতালিকে সমতায় ফেরান আলেয়ান্দ্রো বাস্তোনি। এর ৫ মিনিট পরই ফের গোল। দলের তারকা স্ট্রাইকার নিকোলা বারেলা গোল করে ইতালিকে ২-১ গোলে এগিয়ে দেন। এরপর আলবেনিয়া দল দুর্দান্ত লড়াই দিলেনও তাঁর আর গোলের খাতা খুলতে পারেনি। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ফেডেরিকো চিয়েসারা।