Israel has started ‘ground operation’ by entering Lebanon
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লেবাননে হামলা আরও জোরদার করল ইজরায়েল। বিমানহানার পাশাপাশি লেবাননে ঢুকে ‘গ্রাউন্ড অপারেশন’ শুরু করে দিয়েছে তারা। ইতিমধ্যেই ১০ হাজার সেনাকে সামরিক অভিযানে মোতায়েন করা হয়েছে। ফলে পরিস্থিতি সংঘর্ষের গতিপ্রকৃতি যে আরও বদলাতে চলছে, তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইজরায়েলি সেনার দাবি, হিজবুল্লার প্রায় ১২০টি ডেরা দখল করা হয়েছে।
মঙ্গলবার ইজ়রায়েলি সেনা দাবি করেছে, সোমবার বিমানহামলায় হিজ়বুল্লার আরও এক শীর্ষস্থানীয় নেতা সুহেল হুসেন হুসেইনি নিহত হয়েছে। যদিও হিজ়বুল্লার তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। তাদের আরও দাবি, দক্ষিণ লেবাননে এক ঘণ্টার মধ্যে হিজবুল্লার ১২০টি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার থেকে দক্ষিণ লেবাননে হামলা আরও জোরদার করেছে ইজ়রায়েল। উত্তর লেবাননেও এ বার পদাতিক বাহিনী দিয়ে হামলার ক্ষিপ্রতা আরও বৃদ্ধি করার লক্ষ্যে ১০ হাজার সেনা মোতায়েন করল তারা।