ISL Shield final on Monday, Mohun Bagan aiming to win
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: সোমবার আইএসএলের গ্রুপ লিগে মোহন বাগানের শেষ ম্যাচ। কার্যত ফাইনাল বলা চলে। এই ম্যাচ জিতলেই সেই দল শিল্ড চ্যাম্পিয়ন। হারলেই তারা খালি হাতে ফিরবেন যুবভারতী থেকে। কারণ এফসি গোয়া জিতে যাওয়ায় গত এই মুহূর্তে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফলে ম্যাচে থেকে পয়েন্ট নষ্ট করলে বাগান টপ টুতে লিগ শেষ করতে পারবে না। ফলে তাদের নক আউট প্লে অফ খেলতে হবে। যদিও সেসব নিয়ে না ভেবে সরাসরি জয়ের লক্ষ্যেই ঝাঁপাচ্ছে সবুজ মেরুন শিবির। কোচ হাবাস ফিরছেন ডাগ আউটে, এটাই স্বস্তি দিয়ে যাচ্ছে বাগানকে। মণবীর, অনিরুদ্ধ থাপাদের ম্যাচের আগে ভালো ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ম্যাচে এক গোলের পর আত্মতুষ্টি হলে চলবে না। দ্বিতীয় গোল তুলে ফেলতে হবে। কারণ প্রতিপক্ষ দলের আক্রমন অত্যন্ত শক্তিশালী। ড্র করা মানে হেরে যাওয়ার সমান, তাই আক্রমণাত্বক ফুটবলই অস্ত্র হয়ে চলেছে হাবাস। পেট্রাতোস এবং কাউকো, বাগানের দুই সেরা বিদেশী বলা যায়। গোল পেতে তারাই প্রধান ভরসা। তাদের দুজনকেই বলে দেওয়া হয়েছে অতীতের সব ম্যাচ ভুলে শুধু এই ম্যাচে বাড়তি ওয়ার্ক লোড নিতে খেলতে আর ৯০ মিনিট দলের বাকিদের উদ্বুদ্ধ রাখতে। এখন দেখার শক্তিশালী মুম্বাইয়ের বিপক্ষে জয় তুলে শিল্ড জিততে পারে কিনা সবুজ মেরুন শিবির।