Mohammedan Sporting Club lost in the ISL match.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। কিশোর ভারতীয় ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচে হেরে গেল মহমেডান স্পোর্টিং ক্লাব। ১-২ গোলে কেরল ব্লাস্টার্সের কাছে হারতে হল তাঁদের। অথচ ম্যাচের প্রথমার্ধে মিরাজলল কাসিমভের গোলে এগিয়ে গেছিল সাদা কালো শিবিরই। আশা করা হয়েছিল সেই লিড হয়ত ধরে রাখতে সক্ষম হবে মহমেডানের রক্ষণ। কিন্তু দ্বিতীয়ার্ধে কেরলের নোয়াহ সাদুইদের টানা আক্রমণের সামনে আর নিজেদের দুর্গ অটুট রাখতে পারল না সাদা কালো ব্রিগেড। ৬৭ মিনিটে কোয়ামে পাপরাহ গোল করে সমতায় ফেরান কেরল ব্লাস্টার্সকে। এরপর ৭৫ মিনিটে জেসাস জিমেনেজ গোল করে কেরলকে এগিয়ে দেন ২-১ গোলে। এর আগে জিমেনেজের একটি শট বার পোস্টে লেগেও প্রতিহত হয়েছিল প্রথমার্ধে।