জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০০ জনেরও বেশি লোক নিহত এবং ১৫০ জন আহত হয়েছে। এই ঘটনায় বুধবার ভোরবেলা পর্যন্ত একটি বাড়িতে পোড়া দেহাবশেষের খোঁজ চালিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্স।
নিনভেহ-র ডেপুটি গভর্নর হাসান আল-আলাক জানিয়েছেন যে ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি মিডিয়া মৃতের সংখ্যা কমপক্ষে ১০০ বলে জানিয়েছে এবং ১৫০ জন আহত হয়েছে।
আরও পড়ুন: Bangladesh: জার্মানিতে প্রথম বাংলা বইমেলা! আনন্দে উদ্বেল বাঙালি বইপ্রেমীরা…
সরকারি মিডিয়া জানিয়েছে, অনুষ্ঠানের সময় আতশবাজি জ্বালানোর পর উত্তর-পূর্বাঞ্চলের একটি বড় ইভেন্ট হলের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে স্থানীয় নাগরিক প্রতিরক্ষার তরফে।
৩৪ বছর বয়সি ইমাদ ইয়োহানা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা যারা বেরিয়ে আসতে পেরেছিলাম তাঁরা হল থেকে বেরিয়ে আসার সময় আগুন দেখেছি। এমনকি যারা তাদের পথ তৈরি করেছিল তারাও ভেঙে পড়েছেন’।
একটি ভিডিয়োতে দমকলকর্মীদেরকে ওই বাড়িটির পুড়ে যাওয়া ধ্বংসাবশেষের উপর উঠতে দেখা গিয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গিয়েছে যে বাড়টি অত্যন্ত দাহ্য নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি। এরফলেই দ্রুত বাড়িটি ভেঙে পরে বলে জানা গিয়েছে।
অফিসিয়াল বিবৃতিতে জানা গিয়েছে, ফেডারেল ইরাকি কর্তৃপক্ষ এবং ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল অ্যাম্বুলেন্স এবং মেডিকেল ক্রুদের ঘটনাস্থলে পাঠিয়েছে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রাত ১০.৪৫ মিনিটে বাড়িটিতে আগুন লাগে। ঘটনার সময় শত শত মানুষ উপস্থিত ছিলেন সেখানে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)