KKR-Mohun Bagan match in the city on the same day, 14th April
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আইপিএল-এর সূচি প্রকাশ করে বিসিসিআই। সেখানে দেখা যাচ্ছে, ১৪ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়েন্টের। আবার সেই দিনই আইএসএল-এর ম্যাচ রয়েছে কলকাতায়। লিগ শিল্ড জেতার কাছাকাছি থাকা দুই দল মোহনবাগান ও মুম্বই সিটি এফসি। একই দিনে দুই হাইভোল্টেজ ম্যাচ। অনেক গুলো প্রশ্ন উঠছে, একদিকে নিরাপত্তা সমস্যা। অন্যদিকে একইদিনে ক্রিকেট ও ফুটবল ম্যাচ হওয়ায়, ক্রিকেটের কাছে আবার আপস করবে না তো ফুটবল? মোহনবাগান-মুম্বই ম্যাচ শুরু হবে বিকেল পাঁচটায়। অন্যদিকে ইডেনে নাইট বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ শুরু দুপুর সাড়ে তিনটেয়। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে শুরু হওয়া আইপিএল ও আইএসএল ম্যাচ। যা নিয়ে আশঙ্কার পারদ চড়তে শুরু করেছে এখন থেকেই। কলকাতায় দুই হাইভোল্টেজ ম্যাচ! তা নিয়েই শুরু হয়েছে জটিলতা।