Defeat against Mohun Bagan, Chennai made the task of winning the Shield
ফুটবল
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:এগিয়েও গিয়েও চেন্নাইয়ের বিপক্ষে হেরে গেল মোহনবাগান। হোম ম্যাচে ১-০ গোলে এগিয়ে গেছিল সবুজ মেরুন। ২৯ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন জনি কাউকো। এরপর অতিরিক্ত আত্মবিশ্বাসী কাল হল সবুজ মেরুনের। অসুস্থতার জন্য এদিন ডাগআউটে ছিলেন না হাবাস। সেই সুযোগে ফুটবলাররাও খেললেন ছন্নছাড়া ম্যাচ। মাঝমাঠে বাঁধন দেখা গেল না। স্ট্রাইকারদের মধ্যে ১ গোলে এগিয়ে যাওয়ার পর আর গোল করে খিদে দেখা গেল না। যেটুকু সুযোগ এল, সেগুলো নিজেরা গোল করতে গিয়ে পাশ বাড়ালেন না পেট্রাতোস, সাদিকুরা। ফলো যা হওয়ার তাই হল। দ্বিতীয়ার্ধে খেলা ঘুরিয়ে দিল চেন্নাই। ৭২ মিনিটে মারে গোল করে চেন্নাইকে সমতায় ফেরালেন। ৮০ মিনিটে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইকে এগিয়ে দিলেন এডওয়ার্ড। এরপর ম্যাচের সংযুক্তি সময় পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান বাগানের দিমিত্রি পেট্রাতোস। কিন্তু রক্ষণের ভুলে শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে ফের গোল খেয়ে ম্যাচ থেকে শূন্য হতে ডেরা নিশ্চিত করেন আনোয়ার, হেক্টররা। অবশ্য দুই গোলের নিচেই গোলরক্ষকরা খেললেন অসাধারণ ম্যাচ। নাহলে নিশ্চিত গোলের সংখ্যা আরো কয়েকটা বাড়ত। ম্যাচে হেরে যাওয়ায় লিগের এক নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া হল বাগানের। আপাতত শীর্ষস্থান ধরে রাখলো মুম্বাই সিটি এফসি।