Hyderabad’s big win against Lucknow Super Giants
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের প্লে অফের দৌড়ে নিজেদের জায়গা মজবুত করে নিল সানরাইজার্স হায়দরাবাদ। প্লে অফের জন্য এই ম্যাচ কার্যত মাস্ট উইন ছিল প্যাট কামিন্সের দলের কাছে। লোকেশ রাহুলের লখনউয়ের কাছেও ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু ট্রাভিস হেড, অভিষেক শর্মাদের তাণ্ডবলিলার সামনে দাঁড়াতেই পারলেন না লখনউ বোলাররা। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬৫ করেছিল লখনউ। ভুবনেশ্বর কুমার অনবদ্য বোলিং করেন তুলে নেন ২ উইকেট, তাও মাত্র ১২ রান দিয়ে। তাঁর পারফরমেন্স হিসেবে তিনি ম্যাচের সেরা হতেই পারতেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন সানরাইজার্সের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। হায়দরাবাদের মাঠে লখনউ বোলারদের উড়িয়ে দিলেন স্রেফ। মাত্র ৯.৪ ওভারেই ১৬৭ রান তুলে নিলেন দুই ওপেনার। ট্রাভিস হেড করলেন ৩০ বলে ৮৯, অভিষেক শর্মা করলেন ২৮ বলে ৭৫। দুই ব্যাটার এত গতিতে রান তুললেন যে শতরান করা হল না কারোরই। দশ ওভারেরও আগে ম্যাচ জিতে যাওয়ায় নেট রান রেটও অনেকটাই বাড়িয়ে ফেলল সানরাইজার্স। ম্যাচ শেষে হেডদের ব্যাটিং দেখে বিষন্ন মুখেই লোকেশ রাহুল বললেন, বিশ্বাসই করতে পারছেন না।