Delhi Capitals stopped Vijayarath of Rajasthan Royals who were in a fast pace in the IPL match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলের ম্যাচে দুরন্ত ছন্দে থাকা রাজস্থান রয়্যালসের বিজয়রথ থামিয়ে দিল দিল্লি ক্যাপিটালস। অবশ্য শুরুতেই একটা আঁচ পাওয়া গেছিল। দিল্লির দুই ওপেনারই দুরন্ত ছন্দে ছিলেন এদিন। ম্যাচের শুরু থেকেই দাপটে ব্যাটিং করতে থাকেন জ্যাক , অভিষেকরা। জ্যাক ফ্রেজার করেন ২০ বলে ৫০ রান। আরেক ওপেনার তথা বাংলার ছেলে অভিষেক পড়েল করেন ৩৬ বলে ৬৫ রান। দিল্লির ওপেনিং এর সমস্যা মিটিয়ে দিয়েছেন অভিষেক। শেষদিকে ২০ বলে ৪১ রান করেন ট্রিসটান স্ট্যাব। দিল্লি করে ৮ উইকেটে ২২১। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান থেমে যায় ২০১ রানে। ২০ রানে ম্যাচ পকেটে পড়ে দিল্লি। সঞ্জু স্যামসন ৮৬ রান করেন, রিয়ান পরাগ করেন ২৭ রান। কিন্তু বাকিরা তেমন ঝড়ো ব্যাটিং না পারায় থেমে গেল রাজস্থানের দুরন্ত দৌড়। যদিও তারা দ্বিতীয় স্থানেই রইল। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন কুলদীপ যাদব, মুকেশ কুমারের, খালিল আহমেদ। যদিও সঞ্জুর আউট নিয়ে বিতর্ক আছে, কারণ ওর ক্যাচ শাই হোপ নিলেও দেখা যায় তার পা বাউন্ডারি লাইনে ঠেকে গেছে। কিন্তু তৃতীয় আম্পায়ার সেটা আউট ঘোষণা করে। দিল্লি ১২ ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ৫ নম্বরে উঠে এল।