There are two matches in IPL on Sunday.Sunrisers Hyderabad vs Punjab Kings and KKR vs Rajasthan
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার আইপিএলে রয়েছে জোড়া ম্যাচ। দুপুর সাড়ে তিনটের ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংস। এই ম্যাচে প্যাট কামিন্সের দল জিতে গেলে তাঁদের কাছে সুযোগ থাকবে কোয়ালিফায়ারে খেলার, যদিও সেক্ষেত্রে কেকেআর বনাম রাজস্থান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের। পঞ্জাবের বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় তাঁরা মাঠে নামবে নেহাতই সম্মানরক্ষার জন্য। গ্রুপ লিগের শেষ ম্যাচে জেতা হারার থেকেও বেশি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার ব্যাটিং দেখতে মাঠ ভরাবেন সমর্থকরা। এদিকে সন্ধ্যে ৭.৩০টার ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। কেকেআর যদি রাজস্থানকে হারিয়ে দেয় তাহলে সুবিধা হবে প্লে অফে থাকা বাকি দুই দলের। সেক্ষেত্রে সানরাইজার্স জিতলে তাঁদের সুযোগ থাকবে। ফলে রাজস্থান অবশ্যই মুখিয়ে থাকবে যেনতেন প্রকারেণ নিজেদের হারানো ফর্ম প্লে অফের আগে ফিরে পেতে। এবারের আইপিএলে অনেক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও হেরে গেছে তাঁরা, ফলে ঘুড়ে দাঁড়াতে মুখিয়ে থাকবে তাঁরা। এদিকে কেকেআর দলে কিছু পরিবর্তন হতে চলেছে। গৌতি অবশ্যই চাইবেন ম্যাচ জিতেই কোয়ালিফায়ার ওয়ানে নামতে।