Rajasthan vs Hyderabad face off in IPL on Thursday
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার আইপিএলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যাল। দুই দলেরও ব্যটিং শক্তি বেশ ভালো। একদিকে সঞ্জু স্যামসনের নেতৃত্বে রাজস্থান রয়্যালস দল জিতেই চলেছে। জস বাটলার অনবদ্য পারফরমেন্স করছে ব্যাট হাতে। ইতিমধ্যেই তাঁরা প্লে অফের দিকে এক পা বাড়িয়েই রেখেছে। এরই মধ্যে সানরাইজার্স শিবির একটু পিছিয়ে পড়েছে। কিন্তু ট্রাভিস হেড, অভিষেক শর্মা জুটি দাঁড়িয়ে গেলেই তাঁরা ঘুরে দাঁড়াবে সেকথা বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ জিতলে প্লে অফে কোয়ালিফাই করবে রাজস্থান। এই মূহূর্তে যা অবস্থা তাতে রাজস্থান ছাড়াও আরও চার দলের কাছে সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার। এই মূহূর্তে সেই দোড়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্ট। আছে চেন্নাই সুপার কিংসও। ফলে প্যাট কামিন্স নিশ্চই চাইবেন দলকে চেনা ছন্দে ফেরাতে রাজস্থান ম্যাচে।